আজ থেকে প্রায় 7 বছর আগের কাহিনীর ছেলেটার ছিল গরিব পরিবারের সন্তান, তার বাবার ব্যাবসা বলতে গেলে একটা ছোট চায়ের দোকান চালাই ,এমনকী তারা থাকেউ ভাড়া বাড়ীতে,ছেলেটার জীবন বলতে খেলা ধুলা আর পড়াশোনা ছিল। ছেলেটা পরিবার সামলানোর জন্য একটি mobile এর দোকান চালু করে,
